ফেসবুক বুস্টিং সেবা
আপনার ব্যবসার প্রসারে ফেসবুক বিজ্ঞাপন একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। The Social Team IT আপনাকে দ্রুত, কার্যকর এবং লক্ষ্যভিত্তিক ফেসবুক বিজ্ঞাপন সেবা প্রদান করছে, যা আপনার ব্যবসাকে সঠিক দর্শকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। আমাদের সেবাগুলো আপনার বিজ্ঞাপনের লক্ষ্য এবং বাজেট অনুযায়ী কাস্টমাইজ করা হয়, যাতে আপনি সর্বাধিক ফলাফল পেতে পারেন। আমরা আপনার ব্যবসার জন্য সঠিক লক্ষ্যভিত্তিক দর্শক চিহ্নিত করে বিজ্ঞাপন চালাই। বাজেট কন্ট্রোল: আপনার বিজ্ঞাপনের জন্য নির্ধারিত বাজেট অনুযায়ী আমরা বিজ্ঞাপনের পরিকল্পনা করি। দ্রুত ফলাফল: আমাদের বিজ্ঞাপন প্রচার কার্যক্রম দ্রুত এবং সঠিক দর্শকদের কাছে পৌঁছে দেয়। বিজ্ঞাপন অপ্টিমাইজেশন: বিজ্ঞাপন চলাকালীন আমরা নিয়মিতভাবে পারফরমেন্স পর্যবেক্ষণ করে সেটিকে সর্বোচ্চ কার্যকর করতে কাজ করি।
আমাদের ফেসবুক বুস্টিং প্যাকেজসমূহ
আমাদের বিভিন্ন ফেসবুক বুস্টিং প্যাকেজ আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী করা হয়েছে। আপনার বাজেট এবং লক্ষ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন।
মার্কেটিং এ একধাপ এগিয়ে
পেইজ বুস্ট
আপনার ফেইসবুক পেইজ প্রোমোট করে নিতে পারবেন পেইজ লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করতে পারেন।
পোস্ট বুস্ট
পোস্ট, ভিডিও বা প্রোডাক্ট প্রোমোট করার মাধ্যমে লাইক, কমেন্ট এবং লিঙ্ক ক্লিক নিতে পারেন।
টার্গেটেড অডিয়েন্স
আপনার চাহিদা অনুযায়ী লোকেশন, বয়স, লিঙ্গ, কিওয়ার্ড ইত্যাদি সিলেক্ট করে অ্যাড শো করানো যাবে।
ব্রান্ড ভ্যালু
পোস্ট বুস্ট করার মাধ্যমে আপনার সার্ভিস দেশজুড়ে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে এবং সেলস বাড়াতে পারবেন।
মাত্র তিন ধাপে প্রোমোট করুন
The Social Team IT এর মাধ্যমে ফেসবুক বুস্ট করা খুবই সহজ! শুধু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন!
আমরা আপনার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট অডিয়েন্স এবং বাজেট আনুযায়ী বুস্ট করে দেবো এবং তা শিঘ্রই একটিভ হয়ে যাবে, অতঃপর আপনাকে পেমেন্ট করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ সকল বুস্ট রাত আটটায় সাবমিট করা হয়। এরপর আপনার বুস্ট টি ফেসবুক কর্তৃক অ্যাপ্রুভ হলেই চালু হয়ে যাবে। ফেসবুক রিয়েল ডলার বুস্ট এর ক্ষেত্রে ঠিক কতোখানি লাইক, ফলো বা মেসেজ আসবে সেটার কোনপ্রকার নিশ্চয়তা নেই। এগুলো পুরোপুরি আপনার পোস্ট, প্রডাক্ট, অডিয়েন্স ডিটেইলস ইত্যাদির ওপর নির্ভর করে। তাই আপনার পোস্ট এ কতগুলো লাইক আসবে, ভিডিওতে কতগুলো ভিউ আসবে বা পেইজে কতগুলো লাইক আসবে সেটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না। তবে এক ডলার দিয়ে আপনার এড 3k পর্যন্ত রিচ হতে পারে অর্থাৎ তিন হাজার মানুষের কাছে আপনার অ্যাড পৌঁছে যাবে।